সমাজের আলো : তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা গনি বারাদার আফগানিস্তানের নতুন সরকারের নেতৃত্ব দেবেন। কিছুক্ষণের মধ্যেই নতুন সরকারের ঘোষণা দেয়া হবে।নতুন সরকারে বারাদারের সাথে সরকারের সিনিয়র অবস্থানে আরো থাকবেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোহাম্মদ ইয়াকুব এবং শের মোহাম্মদদ আব্বাস স্ট্যানেকজাই।পরিচয় প্রকাশে অনিচ্ছুক তালেবানের এক শীর্ষ নেতা রয়টার্সকে বলেন, শীর্ষ সকল নেতা কাবুলে উপস্থিত হয়েছেন। এখানেই জুমার নামাজের পর নতুন সরকার ঘোষণা করার কথা রয়েছে।তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হায়বাতুল্লাহ আখুন্দজাদা ইসলামের কাঠামোর আওতায় ধর্মীয় ও সরকারি ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।গত ১৫ আগস্ট রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করলেও এখন পর্যন্ত সরকার ঘোষণা করেনি তালেবান। তারা বলে আসছে, সরকার হবে অন্তর্ভুক্তমূলক।

 

 

 

 

 




Leave a Reply

Your email address will not be published.