সমাজের আলো : উন্নয়ন ও সুশাসন পেতে লাঙল প্রতিকে ভোট দিন এই স্লোগানে সাতক্ষীরার তালায় সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আবারও কয়েক হাজার নেতাকর্মী নিয়ে শোডাউন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম। মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল ৩টায় তালার মাঝিয়াড়া বাজার প্রাঙ্গন থেকে নেতাকর্মী ও সমর্থক নিয়ে মোটর শোভাযাত্রা শুরু করেন তিনি। পথসভা করেন তালা, খেজুরবুনিয়া, জাতপুর, শাহপুর, খানপুর বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে। পথসভায় তালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম বলেন, তালার মানুষ আজ সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে। চাঁদাবাজি, ঘের দখল, মানুষ খুনসহ উপজেলাজুড়ে সন্ত্রাসের রাজস্ব কায়েম চলছে। অসহায় গরীব দুঃখী মানুষের জন্য দেওয়া প্রধানমন্ত্রীর ফ্রি ঘরে ২০-৪০ হাজার টাকা উত্তোলন করেছেন তালার বর্তমান চেয়ারম্যান ও তার দালাল বাহিনী। পুলিশ সদস্যরাও এই সন্ত্রাস বাহিনীর হাতে নিরাপদ নয়। তালা থানার এসআই মনির হোসেনকে মারপিট, মহিলা পুলিশ কন্সটেবল তার স্বামীকে মারপিট, জেয়ালার লুৎফর নিকারীকে হত্যা, বিভিন্নস্থানে ঘের দখল এসব সন্ত্রাসী তান্ডবে তালার মানুষ আজ অতিষ্ট। তিনি বলেন, ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমি চেয়ারম্যান থাকাকালে ৮৫টি ব্রিজ কালভার্ট নির্মাণ, শালতা নদী খনন করে তালা উপজেলাকে স্থায়ীভাবে জলাবদ্ধতার হাত থেকে মুক্ত করেছি। জনগণের ট্রেড লাইসেন্স ও ট্যাক্সের টাকায় রাস্তাঘাট, হাটবাজারের উন্নয়ন, ব্রিজ কালভার্ট নির্মাণ, পুলিশ বক্স নির্মাণ, ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে ইউনিয়ন পরিষদে দৃষ্টিনন্দন গেট ও বাউন্ডারী ওয়াল নির্মাণসহ দৃশ্যমান উন্নয়ন কাজ করেছি। সেই উন্নয়ন কাজ আজও স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাই উন্নয়ন ও সুশাসন পেতে লাঙল প্রতিকে ভোট দিন। তালার মানুষ সন্ত্রাসের হাতে জিম্মি, কথা বললে তাকে মারপিট করা হয়। এই সন্ত্রাস বাহিনীকে দমন করে শান্তিপ্রিয় জনগণের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়া হবে। উন্নয়ন ও সুশাসন পেতে আগামী ১১ এপ্রিল নির্বাচনে লাঙল প্রতিকে ভোট দিন। জাতীয় পার্টির এই নেতার মোটর শোভাযাত্রায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে সর্বাদিক মোটর সাইকেলে হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন। এর আগে পহেলা ফেব্রয়ারি এমনিভাবে কয়েক হাজার নেতাকর্মীকে মাঠে নামান জাতীয় পার্টির এই নেতা।




Leave a Reply

Your email address will not be published.