উপকূলীয় প্রতিনিধিঃ ১৬ জুন ২০২১ তারিখ বিকাল ৪ টায় বনায়ন সুরক্ষায় আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এটি বারসিক কর্মকর্তা মন্ডল এর সঞ্চালনায় (হোষ্ট) অনলাইন জুম এ্যাপে যুবদের সাথে অনুষ্ঠিত হয়। একই সময় উক্ত প্রোগ্রাম ফেইসবুক লাইফ সম্প্রচার করা হয়। গবেষণা প্রতিষ্ঠান বারসিক, সিডিও ইয়ুথ টিম ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর যৌথ উদ্যোগে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহণ করেন সিডিও ইয়ুথ টিম এর হাফিজুর রহমান, ওসমান গনি সোহাগ, আনিছুর রহমান, কবিরুল ইসলাম, শিরিন সীমা, আনিছুর রহমান মিলন ও সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম এর ইকবাল হোসেন, প্রকাশ কুমার মন্ডল, জাহাঙ্গীর হোসেন, আলী হোসেন সোহাগ, পুজা রানী, গৌতম মন্ডল সহ অনেক যুুুুব যোদ্ধা। উক্ত আলোচনায় মুল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বনায়নের প্রতিনিধি পিরামিন ইসহাক। উক্ত আলোচনা আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন বারসিক এর পরিচালক এবিএম তৌহিদুল আলম, পাভেল পার্থ ও আঞ্চলিক সমন্বয়কারী পার্থ সারথী পাল। আলোচনায় সকলেই সম্মিলিত উদ্যোগে বনায়ন সুরক্ষায় জোর দাবি তোলেন। সবাই জানান নিজেদের বাঁচার জন্য বন ও প্রকৃতি কে রক্ষা করতে হবে।




Leave a Reply

Your email address will not be published.