সমাজের আলো : ‘স্বামী-সন্তান কেউ নাই আমার। একলা একলা অতি দুঃখে কোনো রকমে দিন কাটে। সরকার আমারে বয়স্ক ভাতার একটা কার্ড দিছে। কিন্তু সাত মাস ধইরা আমি টাহা পাই না। দুই দিন ধইরা অফিসে (সমাজসেবা কার্যালয়ে) ঘুরতাছি। এহন তারা কয়- টাকা নাকি কেডা নিয়া গেছে! কেডা নিয়া গেল আমার ভাতার টাহা? আমি অহন কেমন কইরা চলমু গো বাপু?’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন আমেনা আক্তার (৭৪)। বুধবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সাংবাদিকদের কাছে এ আকুতি জানান তিনি। আমেনা আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত কেনু খানের স্ত্রী।
তার অভিযোগের ব্যাপারে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে খোঁজ নিয়ে জানা যায়, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) আওতায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতাভোগীদের নিজ নিজ অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। আমেনা আক্তারের ভাতার টাকাও একটি অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। পরে ওই নম্বরে কল দিলে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামের হুমায়ূন মিয়া নামে এক ব্যক্তি ফোন ধরেন। এ সময় আমেনা আক্তারের বয়স্ক ভাতার ৩ হাজার টাকা তার অ্যাকাউন্টে গেছে বলে স্বীকার করেন। টাকা ফেরত দেওয়ার কথা বলে নম্বরটি বন্ধ করে দেন। পরে একাধিকবার ফোন করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।




Leave a Reply

Your email address will not be published.