সমাজের আলো।। দুরন্ত কৈশোরের উচ্ছ্বলতা ফিকে হয়েছে। দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠাই হয়েছে হাসপাতালের বিছানায়। আগে তার চুলগুলো অনেক বড় ছিল। তবে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর মা জোর করে অর্ধেক চুল কেটে দিয়েছে, এই নিয়েই মায়ের উপর অভিমান করেছে মেয়েটি। রোগ নিয়ে খানিক অভয় দিতেই হেসে উঠলো। বলল কলেজে যাব, দেখুন কি কপাল এসএসসি পাস করলাম কিন্তু করোনার কারণে কলেজেই যেতে পারলাম না। বন্ধুদের সাথে কতদিন দেখা হয়নি! কথাগুলো বলছিল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার সদাবরী গ্রামের হেদায়েতুল্লাহ ও রোকেয়া দম্পতির জৈষ্ঠ কন্যা হিরা আক্তার। গত এক মাস আগে তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়া (এক ধরনের ব্লাড ক্যান্সার)। প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল হয়ে বর্তমান অবস্থান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। বি-ব্লকের তিন তলায় অবস্থিত শিশু হেমাটোলজি বিভাগের পেইং বেড এর এক নম্বর বিছানায়। ৬ ফুট বাই ৩ ফুট বিছানায় এখন কাটছে হীরার দিন রাত্রি‌। সেখানেই পার হচ্ছে অশ্রু সজল জননী রকিয়া খাতুনের অপেক্ষার প্রহর। সাংবাদিক পরিচয় শুনে জননী অবলীলায় বলে গেল জীবনের আদ্যোপান্ত। একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি ক্লাস ফাইভে পড়ে। বেসরকারি কিন্টারগার্ডেনের শিক্ষক পিতার সংগ্রাম করে বেঁচে থাকার গল্প, ক্যান্সার চিকিৎসা সেখানে বিলাসিতায় বটে। আমি চলে আসার সময় জননী হাত ধরে বলল, তুমিতো সাংবাদিক, কত উচ্চশ্রেণীর লোকের সাথে তোমার ওঠাবসা আছে। দেখো না বাবা আমাদের জন্য কিছু করতে পারো কি? সকল সহৃদয়বান ব্যাক্তির সাহায্য কামনা করছি।

যোগাযোগ- ০১৭১৬ ০৫১৫০০ সাহায্য পাঠাতে বিকাশ, নগদ (ব্যক্তিগত নাম্বার) ০১৯১৬ ৩৩ ৭৫ ৮৪। রকেট,০১৯১৬ ৩৩ ৭৫ ৮৪+৭ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মোঃ আমজাদ হোসেন কুষ্টিয়া শাখা, হিসাব নম্বর ২০৫ ০১৩ ৩০২ ০৩৫ ০৬৪ ১৩ রাউটিং নাম্বার-১২৫৫ ০০৯৪৮




Leave a Reply

Your email address will not be published.