রবিউল ইসলাম: শ্যামনগর উপজেলায় উপক‚লীয় অঞ্চলের আম্পানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সন্ধানী’র উদ্যোগে পানির ট্যাংকি বিতরণ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের মাঠে সুবিধাভোগীদের মাঝে এ ট্যাংক বিতরণ করা হয়। কক্র্যাক প্লাটুন টিমের সহযোগিতায় ও সন্ধানী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট সভাপতি লুৎফর রহমান মিলন এর সার্বিক তত্ত¡াবধানে এবং সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পৃষ্ঠপোষকতায় পানির ট্যাংক বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ঘূর্ণিঝড় আম্পান ক্ষতিগ্রস্ত দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর, কামালকাঠী, পাখিমারা, বন্যতলা, গাবুরা, নেবুবুনিয়া, ঝাঁপা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন , দাতিনাখালী এ সমস্ত এলাকার পরিবারের সদস্যদের মাঝে নিরাপদ পানি সংরক্ষণের জন্য সন্ধানী পানি ট্যাংকি বিতরণ করেন ঢাকা মেডিকেল কলেজের কেন্দ্রীয় পরিষদের সভাপতি তানভীর হাসান ইকবাল, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা মিনহাজুল ইসলাম ও কেন্দ্রীয় সহ সভাপতি এবং সন্ধানী ক্র্যাক প্লাটুন টিম কেন্দ্রীয় সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক রাজীব আহসান সুমন। এসময় উপস্থিত ছিলেন ভলান্টিয়ার টিম সদস্য বিভূতি গাইন বাপ্পি, পবিত্র কুমার মন্ডল, প্রশান্ত বর্মন, উজ্জ্বল মন্ডল, পবিত্র বরকন্দাজ প্রমুখ




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *