সমাজের আলো : লক্ষ্মীপুরের কমলনগর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থাকা আলমারি থেকে কয়েক লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ উঠেছে। চুরির অভিযোগে পিআইও রিয়াদ হোসেন তার কার্যালয়ের চার কর্মচারীকে গতকাল সোমবার রাতে থানায় নিয়ে গেছেন। রাতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হলেও আজ মঙ্গলবার সকালে আবার চারজনকে থানায় ডাকা হয়েছে। তবে কত টাকা খোয়া গেছে, তা নিশ্চিতভাবে বলতে পারেননি পিআইও। অর্থের উৎস সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। রিয়াদ হোসেন কমলনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে অতিরিক্ত দায়িত্বে আছেন। তিনি মূলত রামগতির উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। ওসি জানান, পিআইও রিয়াদ তার অফিস সহকারী আবদুল বাকেরসহ চারজনকে নিয়ে সোমবার রাত ৯টার দিকে থানায় হাজির হন। তিনি অভিযোগ করেন, কার্যালয়ে তার কক্ষের আলমারি থেকে কয়েক লাখ টাকা গায়েব হয়েছে। এই চার কর্মচারী টাকা চুরি করেছেন।

ওসি বলেন, ‘রিয়াদ বলেছেন, ঠিক কত টাকা ছিল সে হিসাব তার নেই। কখনো বলেন, ৭ লাখ টাকা, কখনো ১০ লাখ টাকা। রিয়াদ ও চার কর্মচারীকে আলাদাভাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর কেউই পরিষ্কার কোনো তথ্য দেননি। কারও সঙ্গে কারও কথাও মেলেনি। এ কারণে চারজনকে ছেড়ে দেওয়া হয়। তবে মঙ্গলবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য আবার তাদের থানায় আনা হয়।’ ওসি মোসলেহ উদ্দিন আরও বলেন, ‘টাকা চুরির অভিযোগ করলেও রিয়াদ হোসেন কোনো মামলা বা লিখিত অভিযোগ দেননি। এত নগদ টাকা কোথা থেকে এলো জানতে চাইলে রিয়াদ দাবি করেন, এগুলো বিভিন্ন লাইসেন্স ও কালেকশনের টাকা। তবে সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য তিনি দেননি।’ এসব বিষয়ে জানতে পিআইও রিয়াদের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। এদিকে, পিআইওর অফিস সহকারী আবদুল বাকেরের স্ত্রী শারমিন আক্তার বলেন, সোমবার বিকেলে রিয়াদ হোসেন নিজেই তাদের বাড়ি গিয়ে টাকা খোঁজার নামে তল্লাশি চালান। এ সময় ঘরের আসবাবপত্রও ভাঙচুর করা হয়। এরপর জানতে পারেন যে, তার স্বামীকে থানায় নেওয়া হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.