আব্দুস সামাদ বাচ্চু,আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুপার সাইক্লোন আম্পানে ওয়াপদা বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়নের মানুষ আজ পানি বন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। এই অঞ্চল কে বাঁচাতে হলে টেকসই বেড়িবাঁধ এর বিকল্প নেই। টেকসই বেড়িবাঁধ নির্মাণের অর্থ যাহাতে দ্রুত পাওয়া যায় সেজন্য প্রয়োজনে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে রেজুলেশন করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। পরিবেশের ভারসাম্য ও দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বরণ চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকি বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published.