সমাজের আলো : সাদা সোনা খ্যাত চিংড়ী মাছে অপদ্রব্য পুশের বিরুদ্ধে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁনের নেতৃত্বে সাঁড়াশি অভিযান অব্যাহত ও মাঠে নিরলস ভাবে কাজ করছে উপজেলা প্রশাসন। চলমান অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন আনুলিয়া ইউনিয়নের কাকবসিয়ায় মোবাইল কোর্টে দু’ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় মির্জাপুর গ্রামের মাছ ব্যবসায়ী আলমগীর হোসেনকে কাকবসিয়া নারায়ণ চন্দ্রের বাড়িতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে ৬০ হাজার টাকা জরিমানা ও ১০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ চেউটিয়া নদীতে ফেলে বিনষ্ট করা হয় এবং কাকবাসিয়া গ্রামের আজহারুল ইসলামকে নিজ বাড়িতে চিংড়ি মাছে পুশ করার অপরাধে ৩৫ হাজার টাকা জরিমানা ও ৪০ কেজি পুশকৃত চিংড়ি মাছ গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।অভিযান পরিচালনা কালে ইউএনও মোঃ নাজমুল হুসেইন খাঁন সাংবাদিকদের বলেন, সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ রপ্তানিতে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। চিংড়ি মাছ রপ্তানিতে পৃথিবীর বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের একটি সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র অতি লোভের বশবর্তী হয়ে অধিক মুনাফার আশায় চিংড়ি মাছে বিভিন্ন ধরনের অপদ্রব্য পুশ করে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করেছে এবং অনেক দেশ বাংলাদেশ থেকে মাছ নেয়া বন্ধ করে দিয়েছে।মাছচাষিরা তাদের মৎস্য ঘেরে মাছ চাষে অনেক খরচ করলেও মাছে অপদ্রব্য পুশ এর কারণে সেই তুলনায় দাম পাচ্ছে না। ফলে একদিকে দেশ যেমন রপ্তানি আয় থেকে বঞ্চিত হচ্ছে তেমনি অন্যদিকে প্রান্তিক পর্যায়ের মাছ চাষিরা ক্ষতির সম্মুখীন হয়ে ঋণগ্রস্ত হচ্ছে এবং মাছ চাষে নিরুৎসাহিত হচ্ছে। তিনি আরও বলেন, চিংড়ি মাছে যাহাতে কোন প্রকার অপদ্রব্য পুশ না হয় তার জন্য উপজেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে। আর যারা এ ধরনের অপরাধমূলক কাজের সাথে জড়িত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানাসহ সাজার ব্যবস্থা করা হবে। চিংড়ি মাছ সম্পদকে বাঁচিয়ে রাখতে ও দেশের বৃহত্তর স্বার্থে এ ধরনের অপরাধমূলক অন্যায় কাজ হতে বিরত থাকার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক,সহকারী মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,এসআই মামুন, অফিস সহকারি আব্দুর রশিদ।




Leave a Reply

Your email address will not be published.