আব্দুস সামাদ বাচ্চু আশাশুনি সংবাদদাতাঃ আশাশুনি উপজেলার কুল্যায় ওয়ার্কিং গ্রুপ এর তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। ডিপার্টমেন্ট অব ফরেইন এ্যাফেয়ার্স এন্ড ট্রেড (ডিফাট), অষ্ট্রেলিয়া এর সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। ইউনিয়ন সিভিএ দলের ২১ জন সদেস্যর অংশগ্রহনে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, সমতা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রশান্ত রঞ্জন শার্মা, জেলা সমন্বয়কারী প্রতিভা বিকাশ সরকার ও প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ। সিটিজেন ভয়েস এন্ড এ্যাকশন (সিভিএ) এর বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদানকালে এসময় ইউপি সচিব সিরাজুল ইসলাম, ইউনিয়ন ফ্যাসিলেটেটর তুহিনুর রহমান তুহিন, শিউলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২২শে অক্টোবর তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হবে। আশাশুনিতে বাজার ভিত্তিক পাঞ্জেগানা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন




Leave a Reply

Your email address will not be published.