সমাজের আলো : আশাশুনিতে ১১টি ইউনিয়নে নির্বাচন আগামী ৫ জানুয়ারি।নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের পোস্টার, ব্যানার টাঙানো ও মাইকিং, সভা, পথসভা করছেন জোরে-সোরে। তবে নির্বাচন কমিশনের দেওয়া আচরণ বিধিমালা অমান্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন ইউনিয়নে প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। অনেক রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচার।নির্বাচন কমিশনের আইন রয়েছে প্রার্থীদের পোস্টার নির্বাচনী এলাকায় অবস্থিত দেওয়ালে লাগানো যাবে না। কিন্তু সেটা কেউই মানছেন না। বিভিন্ন অফিস, ঘরের দেওয়াল বা প্রাচির, বিদ্যুতের খুঁটি, শৌচাগার, গাছে গাছে প্রার্থীদের পোস্টার লাগানো হয়েছে। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়ালও। সকল ইউনিয়নে তেমন বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও ইতোমধ্যেই সত্য-মিথ্যা মিলে প্রার্থীর তোরনে আগুন লাগানো, অফিসে হামলা, পোস্টার ছিড়ে ফেলা, সমর্থকদের উপর হামলা, হুমকী-ধামকীর অভিযোগও পাওয়া যাচ্ছে। এবিষয়ে একাধিক ইউপি মেম্বর প্রার্থী বলেন, আমরা নির্বাচন করছি, চেয়ারম্যান প্রার্থীদের কার্যক্রম দেখেই আমরা দেয়ালে পোস্টার লাগিয়েছি। অনেক চেয়ারম্যান প্রার্থদের দেখাগেছে আচারণবিধি লঙ্ঘন ও বাঁধা নিষেধ বা হুমকি-ধমকির অভিযোগ করছেন থানা পুলিশে। উপজেলা নির্বাচন অফিসার কামরুজ্জামান সিকদার জানান, সকল প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য বিশেষ ভাবে আহবান করা হয়েছে। চলতে পথে আচারণ বিধি লঙ্ঘনের বিষয়ে চোখে ধরছে, কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেননি বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসাইন খাঁন বলেন, প্রার্থীরা যাতে আচরণ বিধি লঙ্ঘন করতে না পারে, সে ব্যাপারে মোবাইল কোর্ট প্রস্তুত রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *