আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে মাদক ধরাকে কেন্দ্র করে পুলিশের উপরে হামলা ও মাইরপিটের ঘটনায় আরো ১০ আসামীকে গ্রেফতার করা হয়েছে। হামলার পর পরই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখা হয়। অভিযানে এই পর্যন্ত তিন দিনে সর্বমোট ১৫ জনকে গ্রেফতার করা হয়। রবিবার রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) নেতৃত্বে ইন্সপেক্টর তদন্ত জাহাঙ্গীর হোসেন সহ সাতক্ষীরার ডিবি পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ, থানার এসআই-এসআই সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে রাতভর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা কালে তেঁতুলিয়া গ্রামের রেজাউল গাজীর ছেলে সোহাগ গাজী (২৩), মৃত ইয়ার আলী ফকির এর ছেলে আকবর ফকির (৫০), ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃত আফাজ উদ্দীন মোড়ল ওরফে পাগলা মোড়ল এর ছেলে রইচ উদ্দিন মোড়ল ওরফে বড় খোকন (৫৭), মোঃ নূর ইসলাম গাজীর ছেলে ফারুক হোসেন (৩২), রেজাউল মোড়লের ছেলে মোঃ কামরুল ইসলাম (৩৪), এলাহী গাজীর ছেলে রেজাউল গাজী (৪৮), তেঁতুলিয়া উত্তর পাড়া গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে মোঃ রুস্তুম আলী (৫২), মৃত শাহজাহান গাজীর ছেলে মোঃ জাহাঙ্গীর গাজী (৫১), মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৭), মিত্র তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে শাহিনুর ইসলাম (২৬)কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আশাশুনি প্রতিনিধি।।




Leave a Reply

Your email address will not be published.