সমাজের আলো : উপজেলার ১১ ইউনিয়নের বাতিলকৃত চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বর পদে ১৫ প্রার্থীই সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার বরাবর আপিল করেছেন।জানাগেছে, গত রোববার আশাশুনি দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার, কৃষি কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের ইউপি নির্বাচনের প্রার্থীদের যাচাই বাছাই করেন। এসময় বিভিন্ন ব্যাংক ও দপ্তর থেকে ২শ’ টাকা থেকে লক্ষাধিক টাকার ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান, মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর পদে আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের প্রার্থী শাহাবুদ্দীন সানা, স্বতন্ত্র প্রার্থী রুহুল কুদ্দুস সহ মোট ১৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। বাতিলকৃত প্রার্থীদের সূত্রে জানাগেছে, বাতিলকৃত ১৫ প্রার্থী সোমবার সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার বরাবর বৈধ কাগজপত্র সংযোজন করে মনোনয়নপত্র বৈধকরণের জন্য আবেদন করেছেন। তপশীল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর বাতিলকৃত সকল প্রার্থী সুনানীর দিন ধার্য্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত সূত্রে জানা গেছে।




Leave a Reply

Your email address will not be published.