আশাশুনি প্রতিনিধি: আশাশুনি সদরে ব্যবসায়ী খোকন মোড়লের বাড়িতে দু:সাহসিক চুরি হয়েছে। শুক্রবার সন্ধ্যারাতে এ চুরির ঘটনা ঘটে। আশাশুনি ইউনিয়ন পরিষদের পাশে কলেজ মোড়ে (আমিনের মোড়) খোকন মোড়লের চা-পান-খাবারের দোকান। তিনি ঘটনার সময় বাড়ির ঘরে তালা লাগিয়ে দোকানে বেচাকেনা করছিলেন। এসময় বাড়িতে অন্য কেউ ছিলেন না। প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে রাতে বাড়িতে গিয়ে দেখেন ঘরের তালা খোলা। ভিতরে ঢুকে দেখেন ড্রয়ে রাখা ব্যবসার ৭ হাজার টাকা নেই।
