সমাজের আলো : তালার খেশরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসিম কুমার হালদারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ উঠছে। টাকা দিলে তিনি পক্ষে রায় দেন আর না দিলে অকথ্য গালিগালাজসহ বিপক্ষে রায় দেন বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

তালার জেঠুয়া গ্রামের আতিয়ার রহমান জানান, তিনি জেঠুয়া বাজারে পৈত্রিক ও খরিদ সূত্রে ৯শতক জমি প্রাপ্ত হয়ে ভোগদখলীকার রয়েছেন। সেখানে দোকান নির্মাণসহ গাছপালা রোপন করেছেন। কিন্তু এই জমির মধ্যে প্রায় আধা শতক জমি নিয়ে হাশেম আলী শেখ’র সাথে বিরোধ তৈরি হয়। এনিয়ে তিনি ওই জমি জোর দখল চেষ্টা করলে আতিয়ার রহমান সাতক্ষীরা বিজ্ঞ আদালতে একটি মামলা (পিটিশন নং: ২৯৩/২০) করেন। এই মামলা তদন্তের জন্য বিজ্ঞ আদালত কর্তৃক পর্যায়ক্রমে দায়িত্বপ্রাপ্ত হন খেশরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসিম কুমার হালদার। তিনি মামলার দায়িত্বপ্রাপ্ত হবার পর তিনি মামলার বাদীর ছেলের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবী করেন। এই টাকা না দেয়ায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা (নায়েব) অসিম হালদার প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে দফায় দফায় বাদীর ছেলে মামুনের সাথে দূর্ব্যবহার করা সহ তাকে নানানভাবে গালাগাল করে। একপর্যায়ে বাদীর কাগজপত্র আমলে না নিয়ে একতরফা প্রতিপক্ষের পক্ষে মিথ্যা ও ভূয়া রিপোর্ট দাখিল করেন। এ ঘটনায় বাদী আতিয়ার রহমান পক্ষ বিজ্ঞ আদালতে সংশ্লিষ্ট নায়েবের বিরুদ্ধে অভিযোগ দায়েরসহ নতুন করে তদন্ত চেয়ে আবেদন করেছেন।

এদিকে, একই নায়েব অসিম কুমার শ্রীমন্তকাটি গ্রামের শাহিনুর রহমান নামের অপর এক ব্যক্তির কাছ থেকে ৫ হাজার টাকা ঘুষ নেওয়ার পরও চাহিদা মতো ঘুষের টাকা না পেয়ে প্রতিপক্ষের পক্ষে মিথ্যা রিপোর্ট দাখিল করেছে বলে এক অভিযোগে জানা গেছে। এমনকি, শাহীনুরের কাছ থেকে খাজনা গ্রহণের পরও একই জমির অনুকূলে প্রতিপক্ষের কাছ থেকে মোটা অংকের টাকা ঘুষ নিয়ে খাজনা দাখিলা কেটে দিয়েছেন বলে অভিযোগে বলা হয়েছে। এছাড়া, খাজনা গ্রহণে অতিরিক্ত টাকা গ্রহন, তদন্ত রিপোর্ট প্রদানে ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে অসিম কুমার হালদারের বিরুদ্ধে। এব্যপারে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য এলাকার সাধারণ মানুষ সাতক্ষীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *