সমাজের আলো : আশাশুনি উপজেলার গোয়ালডাঙা জুয়ার আসর থেকে আটককৃত চার জুয়াড়ী বুধবার রাত ১০টায় মোবাইল কোর্টের জরিমানা পরিশোধ করে মুক্তি পেয়েছেন। অভিযোগ, মুক্তির ১৪ ঘণ্টা পার না হতেই তারা একই স্থানে আবারো জুয়ার আসর পরিচালনা করছেন।

আশাশুনি থানার সহকারি উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিন গোয়ালডাঙা গ্রামের বুড়িরভিটায় জুয়ার বোর্ড পরিচালনা করে আসছিলেন উপজেলার গোয়ালডাঙা গ্রামের মোসাদ্দেকের চেলে টিক্কা, একই গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মনির হোসেন, ফজলু গাজীর ছেলে ফরহাদ হোসেন ও ফকরাবাদ গ্রামের চাকলা সরদারের ছেলে আঙুর, আনার, ডালিম ও রবিউল। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ টিক্কা, মনির হোসেন, ফরহাদ ও আঙুরকে আটক করে।

একই দিনে শোভনালী থেকেও চারজনকে আটক করা হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল কোর্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন খান তাদের প্রত্যেককে এক হাজার ১০০ টাকা করে জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে তারা রাত ১০টার দিকে মুক্তি পান।




Leave a Reply

Your email address will not be published.