সমাজের আলো : আশাশুনিতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়। সকালে দিবসের শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।পরে উপজেলার বড়দল ইউনিয়নের কেয়ারগাতি গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মাজার জিয়ারত শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন এর সভাপতিত্বে আলোচনা সভায় আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার ভূমি শাহীন সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নানসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্বরণে উপজেলা স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *