আশাশুনি সংবাদদাতা : আশাশুনিতে শিক্ষক উত্তম কুমার মন্ডলের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে বুড়িয়া গ্রামবাসীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষক অনুপম কুমার মন্ডল এর সভাপতিত্বে উপজেলা ভূমিহীন কমিটির সভাপতি এম এম সাহেব আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি হরিদাস ব্যানার্জি, জগদীশ চন্দ্র মন্ডল (বুড়ো), চপলা রানী ব্যানার্জি, চিত্তরঞ্জন সরকার। বক্তারা বলেন, শিক্ষক উত্তম কুমার মন্ডল একজন লম্পট চরিত্রহীন ব্যক্তি। সে ইতিপূর্বে এলাকায় অবৈধ কাজে লিপ্ত হয়ে অনেক লোকজনের ঘর সংসার নষ্ট করেছে। সে প্রতিনিয়ত সন্ধ্যার পরে বাড়ি থাকেনা পথে-ঘাটে যে কোন মহিলা পেলে তাকে কুপ্রস্তাব দেয় এবং তাদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলে তার স্বার্থ হাসিল করেন। এমনকি সে এই পর্যন্ত কোন বিয়ে না করেও মানুষের ঘর সংসার নষ্ট করে চলেছে। বক্তারা আরো বলেন, চরিত্রহীন লম্পট শিক্ষক উত্তমকে বিভাগীয় মামলা সহ বিদ্যালয় থেকে বদলির দাবী জানান।

মানববন্ধন চলাকালে একজন অভিভাবক সদস্য বলেন, এহেন একজন চরিত্রহীন শিক্ষকের কাছে আমার কন্যাকে স্কুলে পাঠিয়ে আমি নিশ্চিন্তে বাড়ি বসে থাকতে পারিনা। এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির উপদেষ্টা মোঃ গোলাম রসুল সানা। সদস্য মন্টু মন্ডল, কালিপদ মন্ডল, রবীন্দ্র রায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতাপ মন্ডল, তরুণ মন্ডল, রবীন্দ্র মন্ডল, মনিন্দ্র মন্ডল, তপন মন্ডল, হীরোলাল মন্ডল, জয়ন্ত মন্ডল, শুকুর মালি, নারায়ণ সরকার ও নারী-পুরুষসহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *