সমাজের আলো : শিশু সাংবাদিকতার উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র কুল্যা, পাইথালী, মানিকখালী সিবিও অফিসে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আশাশুনি এপি ওয়ার্ল্ড ভিশন, বাংলাদেশ’র আয়োজনে শিশু ফোরাম ও আর.সির প্রত্যেক প্রশিক্ষণ স্থানে ২৫জন শিশু ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে প্রশিক্ষণ প্রদান করা হয়। কুল্যা এপি ওয়ার্ড ভিশন কার্যালয়ে প্রশিক্ষণ প্রদান করনে আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম মুজিবুর রহমান, পাইথালী সিবিও অফিসে শিশু ফোরামের নেত্রী পূজা মন্ডলের সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম আহসান হাবিব এবং আশাশুনি সদরের মানিকখালী অফিসে প্রশিক্ষণ প্রদান করেন প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার উজ্জল ফিসাম, ফ্যাসিলিটেটর ইমরান হোসেন, অনিতা মন্ডল প্রমুখ। শিশু জার্নালিজম ও সোস্যাল জার্নালিজমের উপর প্রশিক্ষণ শেষে সংবাদ লেখা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের পুরষ্কৃত করা হয়।



Leave a Reply

Your email address will not be published.