সমাজের আলো:  আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার করার সময় প্রতিরোধ করলে চার  ‍ভুয়া সাংবাদিক মোটর সাইকেল ফেলে পালিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা নিকাহ রেজিস্ট্রারের কাছে চাঁদাবাজী করতে যায়। থানা পুলিশ জানায় বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে এ ঘটনা ঘটে। বুধহাটা ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরা থেকে আব্দুল মান্নান (মোবা: ০১৭১৪৫৩৮৯২২২), হাফিজুর রহমান (মোবা: ০১৭৭৭০১৬৪৬৫), মোশারফ হোসেন (মোবা: ০১৯২৬৯৫৫৯৫১) ও রবিউল ইসলাম (মোবা: ০১৯২৭৬০৩০৩৪) বেউলা গ্রামে তার (নিকাহ রেজিস্ট্রার) বাড়িতে যায়। তারা নিজেদেরকে টিভি চ্যানেল থেকে এসেছে (সাংবাদিক) পরিচয় দিয়ে বলে এখানে বাল্য বিবাহ দেয়া হয়। আপনার বিরুদ্ধে কঠিন আকারে নিউজ হবে। এসময় তারা বিভিন্ন বিবাহ সংক্রান্ত তথ্য চায় ও হুমকি ধামকি দেয়। এক পর্যায়ে মোটা অংকের টাকা দাবি করে বলে টাকা দিলে নিউজ বন্ধ করে দেয়া হবে। না হলে পরিবারকেও ছাড়া হবে না। বিষয়টি আচ করতে পেরে তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। অবস্থা বেগতিক দেখে তারা মটর সাইকেল নিয়ে সটকে পড়ার চেষ্টা করে। এসময় পাড়া প্রতিবেশীরা তাদের ধাওয়া করে। গ্রামবাসিদের হাতে আটক এড়াতে সাংবাদিক নামধারীরা মটর সাইকেল ফেলে গ্রামের মেঠো পথ ধরে দৌড়ে পালিয়ে যায়। বিষয়টি সন্ধ্যায় আশাশুনি থানায় অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে যেয়ে মটর সাইকেল দু’টি জব্দ করে থানায় নিয়ে যায়। চক্রটি ইতিপূর্বে উপজেলার শোভনালী, আশাশুনি সদর ও কালিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে নিকাহ রেজিষ্ট্রারদের কাছে চাঁদাবাজী করে। আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, প্রতারকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। (ছবি আছে)। সমাজের আলো সঙ্গে




Leave a Reply

Your email address will not be published.