সমাজের আলো। । আশাশুনি উপজেলায় বিদ্যালয়ের কমিটি গঠন কার্যক্রমের বিরুদ্ধে আদালতে মামলা চলাকালীন লুকোচুরি সম্বলিত কার্যক্রম ও প্রধান শিক্ষকের উপর হুমকী ধামকী দিয়ে কার্য সাধনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। আদালতে দায়েরকৃত মামলা (মিস আপীল ০৫/২১) সূত্রে ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে অভিভাবক সদস্য নির্বাচনের জন্য গত ২০-০৬-২০২০ তারিখে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে ২৬-৬-২০২০ তারিখে আবেদনপত্র আহবান করা হয়। নির্ধারিত দিনে ৫ জন প্রার্থী আবেদন পত্র জমা দেন। ২৮-৬-২০২০ তারিখে আবেদনকারীদের মধ্যে একজন নিমাই সাধু তার আবেদনপত্র প্রত্যাহার করে নেন। ফলে বিপ্লব কুমার সরদার, অসিত কুমার মন্ডল, কাকলী রানী মন্ডল ও শিউলি খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত হন। উক্ত নির্বাচন সঠিক আইনানুগ ও বিধি সম্মত হলেও পরবর্তীতে ব্যবস্থাপনা কমিটি পুন:গঠন উপলক্ষে ১০-১১-২০২০ তাং বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

যা নিতান্ত বেআইনি ও নীতিমালা বহির্ভূত হওয়ায় আশাশুনি সহকারী জজ আদালতে ৮-১১-২০২০ তারিখে দেং ১১৪ নং মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত স্টে অর্ডারের আবেদন না মঞ্জুর করেন এবং ১৭-১-২০২১ তারিখে পরবর্তী দিন ধার্য হয়। অন্যদিক মামলা চলমান থাকা অবস্থায় ১৯-০১-২০২০ তাং কমিটি অনুমোদন দেওয়া হয়। বিধান চন্দ্র মন্ডল বিক্ষুব্ধ হয়ে জেলা ও দায়রা জজ আদালতে ১৪-১-২০২১ তারিখে মিস আপীল ০৫/২১ মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত ১৯/১ তাং শুনানী শেষে মামলা গ্রহণপূর্বক নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে জবাব দেওয়ার জন্য বিবাদীদেরকে শোকজ করেন। বিবাদী প্রধান শিক্ষক ২৭/০১ তাং হাতে হাতে নোটিশ পান। ইউপি সদস্য মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে তার কাছে স্বাক্ষর নিতে গিয়েছিল, কিন্তু তিনি না পড়ে স্বাক্ষর করতে রাজী হননি। প্রধান শিক্ষক বলেন, উত্তম কুমার সরকার তাকে মিটিং ডাকার জন্য জবরদস্তি করছেন। এব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম বলেন, আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তির পরে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published.