সমাজের আলো : নাটানায় মৃত গোপাল চন্দ্র মন্ডলের পুত্র গ্রাম ডাক্তার সুদয় কুমার ম-লের বাস্তুভিটার মন্দির ভেঙে মূর্তি তছনছ করে ইটপাটকেলসহ মন্দিরে রক্ষিত সরঞ্জামাদি আত্মসাৎপূর্বক মন্দিরের জমি ও বাড়ির যাতায়াতের পথ দখল করে নিয়েছে কথিত ভূমিদস্যু মো: আবু সাঈদ শাহীন। সে সাবেক শ্রীউলা গ্রামের বর্তমানে নাটানা গ্রামের আব্দুল হকের ছেলে।সুদয় কুমার মন্ডলের জমিতে তার কোন অধিকার না থাকলেও সম্পূর্ণ গায়ের জোরে হত্যার হুমকি দিয়ে যাতায়াতের পথ ও বাড়ির মন্দিরের জায়গা দখল করে নিয়েছে। বহুকালের পৈতৃক বাস্তুভিটা, পথসহ সম্পত্তি সম্পূর্ণ অন্যায়ভাবে জবর দখলে নিয়ে কিছু জায়গায় ইমারাত নির্মাণসহ ইটের নির্মিত পাচিল দিয়ে বিভিন্ন ফন্দি ও কলা-কৌশলে জবর দখলে রেখে ফাঁকা জায়গাটুকুতে স্থায়ী ইমারত নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে বলে জানান অসহায় সুদয় মন্ডল। তাকে দেশ থেকে বিতাড়িত করার সকল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। তাকে নানা অত্যাচারে জর্জরিত করছে, তাদের অর্থের কুপ্রভাবে বা অন্যকোন অবর্ণনীয় কারণে সুদয় ম-ল কোন প্রতিকার পায় না। দুর্বৃত্ত শাহীন বহুদিন ধরে সংখ্যালঘু দুর্বলের সম্পদ অন্যায় লাভ ও লোভের বশবর্তী হয়ে কাগজপত্র বিহীন অর্থ ও লোকবলে বলিয়ান আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই জবর দখল করে যাচ্ছে।
শাহীনের এ ধরণের অত্যাচারের ঘটনা স্থানীয় গ্রামবাসী জেনেও তার বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। পত্র-পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হলেও কোন প্রতিকার সুদয় ম-ল পায়নি। তার পৈতৃক সম্পত্তি ছাড়াও বর্ণিত সম্পত্তিতে উচ্চ আদালতের রায় ডিগ্রী রয়েছে। আদালত কর্তৃক কমিশনপূর্বক মাপ জরিপ করে সীমানা নির্ধারণে খুঁটি পুতে সীমানা চিহ্নিত করে দেয়। কিন্তু ভূমিদস্যু শাহীন তা উঠিয়ে ফেলে দেয় এবং প্রকাশ্যে আস্ফালন ও নানা রকম ভয়ভীতি মিথ্যা মামলাসহ এদেশ থেকে বিতাড়িত এমনকি জীবননাশের হুমকি দিচ্ছে। এতে করে জীবন ও সম্পদের চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রাম ডাক্তার সুদয় কুমারের পরিবার।
এদিকে একই এলাকার মতিয়ার রহমান গাজী গং সুদয় ম-লের শরীকের কাছ থেকে অল্প কিছু নালিশী জমি কিনে ও বায়নাপত্র করে বেপরোয়া হয়ে সুদয় মন্ডলের বসত বাড়ি ভাংচুর করে অপুরণীয় ক্ষতি করেছে। সুদয় মন্ডলের ও অন্যান্য শরীকের জমি ওই ভূমিদস্যু মতিয়ার রহমান স্থায়ীভাবে সমুদয় জমি দখলের চেষ্টায় স্বদলবলে মরিয়া হয়ে উঠেছে। তারা সুদয় ম-লের গোটা পরিবারকে মিথ্যা মামলাসহ নানা রকমের ক্ষতি করা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জানান ডাক্তার সুদয়।
এ ব্যাপারে ডাক্তার সুদয় কুমার মন্ডল সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

