সমাজের আলো : আশাশুনি উপজেলার মহেশ্বরকাটি পূর্ব পাশের মৎস্য সেট আড়ৎদার সমিতির আয়োজনে চিংড়িতে অপদ্রব্য পুশকৃত মাছ ক্রয়, বিক্রয় বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০) মে সকালে মৎস্য সেটের সুমি ফিস এর আড়তে আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ বি এম মোস্তাকিমের দিকনির্দেশনায় মহেশ্বরকাটি পূর্ব পাশের আড়ৎদার সমিতির রুপালি ফিস এর মালিক সুনীল মন্ডলের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত আরৎদার সমিতির সকল ব্যবসায়ী চিংড়িতে আপদ্রব্য পুষকৃত মাছ ক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়। যদি কোন আড়ৎ এর মালিক এই সিদ্ধান্তের বাহিরে যেয়ে অবৈধভাবে পুশকৃত চিংড়ি মাছ ক্রয়, বিক্রয় করে তাহলে তাদেরকে জরিমানা সহ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ওই ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় মহেশ্বরকাটি পূর্ব পাশের আড়ৎদার সমিতির সকল ব্যবসায়ীরা উল্লেখিত সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন। মহেশ্বরকাটি পূর্ব পাশের মৎস্য সেট আড়ৎদার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গাফফারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ফিস এর মালিক মোঃ আব্দুল আজিজ, আড়ৎদার মালিক বিকাশ সরদার, বিক্রম সরদার, জাহিদুল ইসলাম বকুল, অমল কৃষ্ণ সরদার, রাম পদ সরদার, অসীম সরদার, জীবন দাস, তপন সরকার, আবুজার, হারাধন সরদার প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published.