আশাশুনি(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ আশাশুনির শোভনালীতে পূর্ব শত্রæতা আর মামলা করার অপরাধে প্রতিপক্ষ আসামীদের মারপিটে একই পরিবারের নারীপুরুষ সহ ৫ জন আহত হয়েছে। এঘটনায় থানা পুলিশ দুজনকে আটক করেছে। শনিবার সকালে এ ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামে। থানায় লিখিত অভিযোগে আর সরজমিনে গিয়ে আশে পাশের একাধিক ব্যক্তির সাথে কথা হলে জানা গেছে বালিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী গাজীর পুত্র কাদের গাজীর সাথে একই গ্রামের মৃত সাধু মোল্যার পুত্র আনিছ গংদের দীর্ঘদিন মামলা মকদ্দমা আর বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ঘটনার দিন সকালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আনিছ মোল্যার নের্তৃত্বে মৃত সাধু মোল্যার পুত্র শাহিনুর মোল্যা, মৃত: আবুল মোল্যার পুত্র গণি মোল্যা, ইনছার গাজীর পুত্র জামির গাজী, মোঃ জিন্নাহ মোল্যার পুত্র নুরুজ্জামান মোল্যা, ওয়াজেদ মোল্যার পুত্র মোঃ শুভ মোল্যা, সাকিল মোল্যা, মৃত সাধু মোল্যার পুত্র আশরাফ মোল্যাসহ একাধিক মামলার আসামীরা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে কাদের গাজীর বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে দুই এক দিনের মধ্যে তাদের মামলা তুলে নিবি নাই শত্রæতা সৃষ্টি করার মজা দেখাবো শালারা কোথায় বের হয়ে আয়। এ নিয়ে কাদের সহ পরিবারের লোকজন প্রতিবাদ করলে তারা চরম ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে ও পিটিয়ে কাদের গাজী (৬১) তার স্ত্রী মোছাঃ রিজিয়া খাতুন(৫৫), তার কন্যা মোছাঃ খাদিজা খাতুন(৩০), পুত্র আব্দুর রাজ্জাক (৩৫), তার পুত্র বধু রতœা খাতুন(২৮) কে জখম করে। এ সময় মারপিট কারী জামির গাজী খাদিজা খাতুনের পরনের কাপড় চোপড় অসৎ উদ্দেশ্যে টানিয়া খুলিয়া ছিড়ে ছুটে শ্লীতাহানী ঘটায়। এছাড়া নুরুজ্জামান তার গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের একটি স্বর্নের চেইন, কাদের গাজীর জামার বুক পকেটে থাকা ৫শত টাকাসহ বিভিন্ন বাড়ীর আসবাবপত্র ভাঙচুর করিয়া ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। মারপিট কারীরা এর পরেও তারা ক্ষান্ত হয়নি। একই দিনে বেলা ১ টার দিকে পুনরায় আবারো তাদের বাড়িতে হামলা চালিয়ে ৫০ হাজার টাকার মত বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে পূর্বের মামলা তুলে নেওয়ার জন্য ও এ ঘটনায় কোনো মামলা না করার হুমকি দিয়ে ধারালো অস্ত্র সস্ত্র উচিয়ে সন্ত্রাসী স্টাইলে ঐ বাড়ি হইতে বের হয়ে আসে। ঘটনার খবর পেয়ে থানা ওসি (তদন্ত) ও বর্তমানে ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর হোসেনের নির্দেশে আশাশুনি থানার এস আই ইমরান হোসেন, মোঃ নূর হোসেন, এ এস আই মোঃ জাহিদ হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্য মোহন সেন দ্রæত ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে ঘটনার সাথে জড়িত আনিছ মোল্যা, শাহিনুর মোল্যাকে আটক করে। জখমীদের উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জখমীদের মধ্য গৃহবধু রিজিয়া খাতুনের অবস্থা আশঙ্খাজনক। এ ব্যাপারে ভারপ্রাপ্ত ওসি জাহাঙ্গীর হোসেনের সাথে কথা বললে তিনি এ প্রতিবেদককে বলেন পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আহত কাদের গাজী বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত এজাহার দায়ের করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে। তবে এ ঘটনা নিয়ে এলাকায় এখানো পর্যন্ত দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আরো বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটতে পারে তাই এলাকাবাসী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আশাশুনি থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *