সমাজের আলো : আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে বিভিন্ন ধরনের মিথ্যা বানেয়োট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে মানহানি কর পোস্ট করার অভিযোগ উঠেছে।

এ ব্যাপরে ২৭ নভেম্বর ওই পোস্টকারীসহ অজ্ঞাতনামা ১১-১২ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের আবু সাইদের ছেলে আল মামুন লিখিত এজাহার দাখিল করেছেন।লিখিত এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ মার্চ আল-মামুন তার ব্যবহৃত ফেসবুক আইডি (অষসধসঁহ অষসধসঁহ) থেকে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদের সাথে তার খালাতো বোন এবং মামুনের স্ত্রী পুত্রসহ কয়েকটি ছবি পোস্ট করেন। ওই ছবিগুলো ফেসবুক থেকে কপি করে শ্রীউলা গ্রামের জালাল সরদারের ছেলে রাসেল হোসেন (২১) ফটো এডিটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জধংবষ ঐড়ংংধরহ (ছাত্রনেতা) নামের একাউন্টে ২৬ নভেম্বর পোস্ট করার মাধ্যমে ছবিটিতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে মানহানি করে। এছাড়াও অজ্ঞাতনামা ব্যক্তিরা উক্ত পোস্ট শেয়ার করে ভাইরাল করছেন। যার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে, উক্ত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর কথাবার্তা লিখে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বড় ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.