সমাজের আলো : আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সৌরভ রায়হান সাদকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি এডিট করে বিভিন্ন ধরনের মিথ্যা বানেয়োট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে মানহানি কর পোষ্ট করা হয়েছে। এব্যাপরে ২৭ নভেম্বর’২১ শনিবার ঐ পোস্টকারীসহ অজ্ঞাতনামা ১১/১২ জনের বিরুদ্ধে আশাশুনি থানায় শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের আবু সাইদ এর ছেলে আল মামুন লিখিত এজাহার দাখিল করেছেন। লিখিত এজাহার সূত্রে জানাগেছে, গত ৯ মার্চ’২১ তারিখে আল-মামুন তার ব্যবহারিত ফেসবুক আইডি (অষসধসঁহ অষসধসঁহ ) থেকে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ এর সাথে তার খালাতো বোন এবং মামুনের স্ত্রী পুত্রসহ কয়েকটি ছবি পোষ্ট করেন। ঐ ছবিগুলো ফেসবুক থেকে কপি করে শ্রীউলা গ্রামের জালাল সরদারের ছেলে রাসেল হোসেন (২১) ফটো এডিটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জধংবষ ঐড়ংংধরহ ( ছাত্রনেতা) নামের একাউন্টে ২৬ নভেম্বর’২১ তারিখে পোস্ট করার মাধ্যমে ছবিটিতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন কথাবার্তা লিখে মানহানি করে। এছাড়াও অজ্ঞাতনামা আসামীরা উক্ত পোষ্ট শেয়ার করে ভাইরাল করছেন। যাহার ফলে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করিছে। এদিকে, উক্ত আসামী সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও মিথ্যা ও বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর কথাবার্তা লিখে আশাশুনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদককে বড় ধরনের বিপদে ফেলার চেষ্টা করছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কাজেই বিষয়টি এজাহার হিসাবে গন্য করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published.