সমাজের আলো : আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সঞ্চালনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দিপ, প্রভাষক দিপংকর বাছাড় দিপু, রুহুল কুদ্দুছ, জগদীশ চন্দ্র সানা, ওমর ছাকি ফেরদৌস পলাশ, হাজী আবু দাউদ, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, পিআইও সোহাগ খান, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নির্বাচন অফিসারসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার বিভিন্ন প্রকল্প ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত উপজেলা চেয়ারম্যান এ বি এম মোস্তাকিম ও উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর ইসলাম, সহকারী কমিশনার ভ‚মি শাহিন সুলতানাকে অবহিত করে কমিটির সদস্য আশাশুনি সদরের চেয়ারম্যান এস,এম হোসেনুজ্জামান হোসেন ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপংকর কুমার সরকার দীপ বলেন কাদাকাটি হলদেপোতা জলমহাল নিয়ে কাদাকাটি গ্রামের একাধিক মামলার আসামী এলাকার ত্রাশ বিভিন্ন মানুষের জমিজমা দখলকারী হাফিজুল সরদারের নেতৃত্বে তার সহযোগীরা সরকারী খাল দখল নিয়ে অগ্নি সংযোগ, মারপিট ও মাছ লুটপাট করা সহ এলাকা অশান্ত সৃষ্টি করে তুলেছে। এলাকা শান্ত রাখতে দ্রæত তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহŸান জানান। এ সময় তাদের আহবানে কর্তৃপক্ষ আশ্বাস্থ করে বলে বিষয়টি রেজুলেশন করে অবশ্যই বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *