সমাজের আলো : আশাশুনি প্রেসক্লাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। সাধারণ সম্পাদক এসকে হাসানের সঞ্চালনায় সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও সাবেক সভাপতি জিএম আল-ফারুক, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সচ্চিদানন্দদে সদয়, সাবেক সেক্রেটারী সমীর রায়, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, কোষাধ্যক্ষ নুর আলম, দপ্তর সম্পাদক হাবিবুল্লাহ্ বিলালী, সদস্য গোলাম মোস্তফা, সোহরাব হোসেন, ফায়জুল কবির, বোরহান উদ্দিন বুলু, জাকির হোসেন, জগদীশ সানা, ইয়াছির আরাফাত প্রমুখ। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাব ও উপজেলার বিভিন্ন সমস্যার কথা উত্থাপন ও সম্ভাবনার কথা তুলে ধরেন। নবাগত ইউএনও সাংবাদিকদের সাথে একমত পোষণ করে প্রেসক্লাবের সকল সমস্যা নিরসনে যথাসাধ্য চেষ্টা এবং বর্তমান সরকারের টেকসই উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

