সমাজের আলো : আশা দরিদ্র জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়নে নিয়োজিত একটি ক্ষুদ্র ঋণ প্রদানকারী সংস্থা যার সেবার আওতায় রয়েছে প্রায় ৭৮লাখ সদস্য। আশার সেবাসমূহ- ক্ষুদ্র ঋণ, বিশেষ ঋণ, স্যানিটেশন সেবা, শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা ছাড়াও আশা সাধারন জনগোষ্ঠীর মধ্য অনেক সহায়তা করে আসছে, শারিরীক অক্ষমতা জনিত সহায়তা, চিকিৎসা জনিত সহায়তা, মৃত্যু পরবর্তী বিশেষ সহায়তা প্রদান করেন। কলারোয়ার আশা এনজিও ১৩/০২/২০২১তারিখ শনিবার দুপুরে চিকিৎসা সেবায় একটি অস্বচ্ছল, অসহায় গরীব, ভূমিহীন মহিলা সমিতির সদস্য মোছাঃ সেলিনা খাতুন, গ্রামঃ মুরারীকাটি, কলারোয়া। পারিবারিক অসচ্ছলতার কারনে তার পরিবার তাকে ঠিকমত চিকিৎসা দিতে পারছিলনা এই সময় আশা সেলিনা খাতুনের পাশে দাড়ায়, এবং তার চিকিৎসা ভাতা সরুপ-৪০০০ টাকা তুলেদেন আশা এনজিও’র কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন – অাশার কলারোয়া শাখার, বি এম- মোঃ আশরাফুল আলম এবিএম- মোঃ সাইফুল ইসলাম এমডিও- মোছাঃ রোকসানা পারভীন এলও- বিষ্ণুপদ বৈরাগী, অমল কৃস্ন , ফারুক হোসেন, আঃ রাজ্জাক, নাসিমা খাতুনসহ প্রমূখ।




Leave a Reply

Your email address will not be published.