রাকিবুল হাসান : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে (অক্টোবর) সোমবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ সুশীলন টাইগার পয়েন্টের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান গাজীর সভাপতিত্বে। বর্ধিত সভায় বক্তব্য রাখেন, মুন্সীগঞ্জ ইউনিয়ন আওয়ামালীগের সাধারণ সম্পাদ আবদুল মাজেদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক এম জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা ওয়াজেদ আলী গাজী, গোলজার হোসেন খান ,সুপদ মৃধা, আইয়ুব আলী গাজী, মলয় কুমার রপ্তান, এস এম রবিউল ইসলাম, অরবিন্দ কুমার মন্ডল, গাজী আমিনুর রহমান, হরিপদো মন্ডল সহ আরো অনেকে। সভাপতি তার বক্তব্য বলেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে। চেয়ারম্যান প্রার্থীর দলীয় প্রতীক পাওয়ার লক্ষ্যে।সর্বনিম্ন ৩ জন এবং সর্বোচ্চ ৫ জন দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবে। মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের নিজস্ব কার্যালয় থেকে।সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন পত্র দেয়া হবে। আমরা সকলে তার প্রতি কাজ করব এবং নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনব। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মাজেদ মোড়ল।




Leave a Reply

Your email address will not be published.