সমাজের আলো: দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসার আলমারিতে থাকা ৩৫ লাখ টাকা, পাঁচ হাজার মার্কিন ডলার, স্ব’র্ণাল’ঙ্কার, ব্যাংকের চেক, জমির রসিদ ও দ’লিলপত্র পাওয়া গেছে। গত রোববার নির্বাহী ম্যা’জিস্ট্রেট শাহানুর রহমানের উপ’স্থিতিতে পুলিশের একটি টিম তার বাসার আ’লমারিতে এসব টাকা ও অন্যান্য জিনিসপত্র অ’ক্ষত দেখতে পায়। পরে তা নির্বাহী ম্যা’জিস্ট্রেটের উপ’স্থিতিতে মা’মলার বাদী ইউএনও ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিনের কাছে তুলে দেওয়া হয়। সরকারি বাসভবনের আলমারিতে এত অ’র্থের উ’ৎস নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।গত রোববার নির্বাহী ম্যা’জিস্ট্রেট শাহানুর রহমানের উপ’স্থিতিতে ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিন, পরিদর্শক (ত’দন্ত) মমিনুল ইসলাম ও মা’মলার বাদী ওয়াহিদা খানমের ভাই শেখ ফরিদ উদ্দিন ইউএনওর বাসায় আলামত দেখার সময় উপ’স্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published.