সমাজের আলো : সারাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিট পুলিশিং সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছে সরকার। সেবা নিতে জনগণকে আর পুলিশের কাছে যেতে হবে না, বরং পুলিশই জনগণের কাছে সেবা নিয়ে যাবে- এ ধারণা থেকেই বিট পুলিশিংয়ের যে কাজ শুরু হয়েছে তা সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দফতর। বিট পুলিশিংয়ের জন্য ৫ দফা নির্দেশনা দিয়ে পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। এজন্য স্থায়ী কার্যপ্রণালী বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) তৈরির জন্য পুলিশের অতিরিক্ত আইজিপি কামরুল আহসানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে একজন বিট কর্মকর্তাকে ১৩টি সুনির্দিষ্ট কাজের দায়িত্ব দেয়া হয়েছে, যা পরবর্তীতে এর পরিধি আরও বাড়ানো হচ্ছে। পুলিশ সদর দফতর সূত্রে এ খবর জানা গেছে।

 




Leave a Reply

Your email address will not be published.