সমাজের আলো : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার বেড়া উপজেলার কয়েকটি ইউনিয়নে হত্যা ও দুর্নীতি মামলার আসামিসহ বিতর্কিত ব্যক্তিদের আওয়ামী লীগের মনোনয়ন প্রদানের অভিযোগ উঠেছে। বিতর্কিতরা মনোনয়ন পাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মিছিল, সমাবেশ ও মানববন্ধন করে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা।

বেড়া উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গত ২ ডিসেম্বর পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউপিতে মোস্তাফিজুর রহমান, নতুন ভারেঙ্গায় আমজাদ হোসেন, পুরান ভারেঙ্গায় এ এম রফিকুল্লাহ, কৈটোলায় শওকত ওসমান, চাকলায় ফারুক হোসেন, জাতসাকিনীতে আনোয়ারা আহমেদ, রূপপুরে আবুল হাশেম উজ্জল, মাসুমদিয়ায় শহিদুল হক, ঢালারচরে মমিনুর রহমানকে মনোনয়ন প্রদানের তালিকা প্রকাশ করে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।

তবে, একদিন পরেই ঢালারচর ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান কোরবান আলী সরদারকে দলীয় মনোনয়ন দেয়া হয়। তবে, মনোনয়ন প্রাপ্তদের অনেকেই জনবিচ্ছিন্ন, দুর্নীতিতে অভিযুক্ত ও হত্যা মামলার আসামি বলে নিশ্চিত করেছে দলীয় ও পুলিশের একাধিক সূত্র।জানা যায়, ঢালারচর ইউপিতে প্রথমে মনোনয়ন দেয়া হয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মমিনুর রহমানকে। একদিন পরে ৩ ডিসেম্বর মমিনুর রহমানকে গহের হত্যা মামলার পলাতক আসামি উল্লেখ করে মনোনয়ন পরিবর্তনের জন্য দলীয় সভানেত্রীকে চিঠি দেন পাবনা ১ আসনের সাংসদ শামসুল হক টুকু ও পাবনা ২ আসনের সাংসদ আহমেদ ফিরোজ কবীর।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *