সমাজের আলো : বিআরবি ইটভাটার বিষাক্ত গ্যাসে কমপক্ষে দুই শতাধিক কৃষকের একশ’ একর জমির ইরি-বোরো ধান নষ্ট হয়েছে। এমন ঘটনা ঘটেছে শনিবার রাতে জেলার রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বনগাঁও মৌজার সোনা কান্দর মাঠে। এই ক্ষতিগ্রস্থ জমি পরিদর্শন শেষে অসুস্থ হয়ে পরেন ইউএনও। সরেজমিন দেখা যায়, বিআরবি ইটভাটার বিষাক্ত গ্যাসে ধান গুলি ঝলসে গেছে। এ সময় কৃষকরা বলেন, তাদের একমাত্র মুখের খাবার কেড়ে নিল ঘাতক বিআরবি ইটভাটা। ইটভাটা সংলগ্ন পাকা রাস্তার দক্ষিনে প্রায় একশ’ একর জমির ধান, ভূট্টা, আম বাগানের আম এবং পটল ক্ষেত প্রায় ধ্বংসের পথে। ক্ষতিগ্রস্ত কৃষক লুৎফর, হাসিরুল, সুমন, বাচ্চু শেখ, হালিম, জবি, লালজান বাদশা, মজিবর, বাবুল, সুলতানসহ অন্যান্যরা জানান, তাদের এতবড় ক্ষতিপূরণ কিভাবে হবে? অনেকে এনজিও সংস্থা থেকে লোন করেছে, সার কীটনাশক দোকানে অনেক টাকা বাকী রয়েছে, কেউ আবার সুদের উপর টাকা নিয়ে ধান আবাদ করেছেন। কিভাবে তাদের এত দেনা পরিশোধ করবে ? এনিয়ে তারা বিভিন্ন দপ্তরে মৌখিক ভাবে অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয়দেব নাথ। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করার পর ইউএনও অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দেয়া হয়েছে কৃষি অধিদপ্তরকে।




Leave a Reply

Your email address will not be published.