সমাজের আলো : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় কর্মকর্তা-কর্মচারীদের দু’গ্রুপে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে, বুধবার সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবনের সামনে পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজয় দিবস উদযাপনের কর্মসূচি শুরু করেন উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম ও উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান। পরে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্বারক ভাস্কর্য ‘মুক্ত বাংলা’য় ফুল দিতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি ফুল দেওয়ার পরে অফিসার্স এসোসিয়েশনের নেতাকর্মীরা ফুল দিতে উঠলে তাদের ওপরে আক্রমণ করেন সমিতির নেতা কর্মীরা। এসময় বেদীর উপরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। একই সময় সহায়ক কর্মচারী সমিতি ফুল দেওয়ার পর টেকনিক্যাল সহায়ক কর্মচারী সমিতি ফুল দিতে বেদীতে উঠলে পুনরায় সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়ের পুষ্পমাল্য ভেঙ্গে চুরমার হয়। পরে লাঠি সোটা নিয়ে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরকে মারতে তেড়ে আসে। ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও অন্যান্যদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পরে কর্মকর্তা-কর্মচারী সমিতির নেতাকর্মীরা অফিসার্স এসোসিয়েশন ও সহায়ক টেকনিক্যাল কর্মচারী সমিতির নেতা-কর্মীদের ধাওয়া দেয়। এসময় পেশাদারী দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মরত সাংবাদিক কর্মকর্তা সমিতি ও সহায়ক কর্মচারী সমিতির নেতাকর্মীদের কাছে হেনস্তার শিকার হয়। প্রতিবাদ করতে গেলে তারা ঐ সাংবাদিকদের উপর চড়াও হয়। পরে উপ-উপাচার্য মাইকে ঘোষণা দিয়ে সবাইকে শান্ত হওয়ার অনুরোধ করেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বেদীর আশপাশে অবস্থান নিয়ে অন্যান্য বিভাগ, হল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে ফুল দেওয়ার পরিবেশ তৈরী করে দেয়। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক আবদুস সালাম বলেন, বিজয় দিবসকে সামনে রেখে মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে একদল লোক অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি করেছে। এ ধরনের পরিবেশ সৃষ্টিকারীদের এই আচরণকে আমি অনভিপ্রেত ও শহীদদের আবমাননার শামিল বলে মনে করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *