রোকেয়া বেগম, পিতা জহুর আলী, সাং কাটিয়া মাঠপাড়া, থানা জেলা সাতক্ষীরা,সন্তান সম্ভবা মা। সুপার সাইক্লোন আম্পান এর রাতে তীব্র ব্যাথা নিয়ে সাতক্ষীরা শহরে একটি হাসপাতালে ভর্তি হন। অতি দরিদ্র পরিবারে লড়াই সংগ্রামে জীবন চলা। চরম অসহায় অবস্থায় পাষণ্ড স্বামী তাকে ছেড়ে যায় কিছুদিন আগে। নতুন করে সংসার পাতে অমানুষ নিষ্ঠুর স্বামী। প্রতিবেশি একজনের দেয়া মাত্র ৬০০ টাকা জমা দিয়ে হাসপাতালে ভর্তি হন রোকেয়া।  হাসপাতালে তার কোল আলো করে জন্ম নেয় এক ফুটফুটে কণ্যা সন্তান। কিন্তু রোকেয়ার মুখে হাসি নেই, রাজ্যর দুঃচিন্তা তার মাথায়। হাসপাতালের ২৬ হাজার টাকা বিল দিবে কোথা থেকে। এলাকার কয়েকজন চাঁদা তুলে সামান্য কিছু যোগাড় করেছে। বাকী টাকার জন্য এদিক সেদিক ঘুরে কোন লাভ হয়নি। কারো একজনের পরামর্শে একজন সাহায্যকারী জেলা পুলিশ সুপারকে ফোন দিয়ে বিস্তারিত জানালো। আমি বিস্তারিত শুনে জেলা গোয়েন্দা ইন্সপেক্টর কে ঘটনার বিস্তারিত খোঁজ নিতে বললাম। খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পেয়ে একটা টিম পাঠালাম প্রয়োজনীয় পরামর্শ  ও সহযোগিতা দিয়ে। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে কিছু বিল কমিয়ে ১৯ হাজার করা হল।
পুরোপুরি পরিশোধ করতে বললাম। জেলা পুলিশের এম্বুলেন্স এর মাধ্যমে ওই অসহায় মা কে তার বাড়িতে পৌছে দিতে নির্দেশ দিলাম।কিন্তুবিল পরিশোধ করার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানালো রোগী দূর্বল আছে আরো একদিন থেকে গেলে ভাল হয়। আমাকে জানালে আমি ঝুঁকি নিতে নিষেধ করলাম। একদিন থাকুক, পরে যখন রিলিজ দিবে আমরা সহযোগিতা করব। আজকে আবার ডিবির ওসি মহিদুলকে খোঁজ নিতে বললাম এবং কিছু টাকা দিলাম বাচ্চার জন্য জামা কাপড়, কিছু ফলমূল কিনে বাসায় দিয়ে আসার জন্য। এম্বুলেন্স, পোশাক সামগ্রী, ফলমুল নিয়ে জেলা গোয়েন্দা শাখার হেফাজতে অসহায় মাকে তার বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পারা ঈদের আগে জেলা পুলিশের জন্য একটা পরিতৃপ্তি। টিম সাতক্ষীরার  গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সহ তার টিমের সবাইকে ধন্যবাদ। পাশাপাশি যারা জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে এমন মহৎ কাজে পাশে থাকার সুযোগ দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। করোনা দূর্যোগ আর সুপার সাইক্লোন আমফান এর সময় একজন অসহায় মায়ের সেবায় নিয়োজিত থাকতে পেরে জেলা পুলিশ সাতক্ষীরা আনন্দিত। পবিত্র ঈদ আমাদের এমন ত্যাগের শিক্ষাই দেয়। সন্ত্রাস মুক্ত মানবিক সাতক্ষীরা গড়া ই আমাদের প্রত্যায়।

মোঃ মোস্তাফিজুর রহমান পিপি এম (বার)

জেলা পুলিশ সুপার ( সাতক্ষীরা)  




Leave a Reply

Your email address will not be published.