তালা প্রতিনিধি : বেসরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং দাতা সংস্থা জিআইজেড এর অর্থায়নে পরিচালিত ইউএমআইএমসিসি/ইউএমএমএল প্রকল্পের মাঠ পর্যায়ের কাজ রবিবার (৩০ জুলাই) সরেজমিন পরিদর্শন করা হয়। উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব মিসেস জাহানারা, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপ-সচিব মিসেস তাহমিনা জাকারিয়া, পরিচালক আইএমইডি কামাল হোসেন তালুকদার,অতিরিক্ত পরিচালক ডিএসএস ঢাকা মোঃ কামরুজ্জামান, উপ-পরিচালক ডিএসএস সাতক্ষীরা সন্তোষ কুমার নাথ, এডিডিএসএস সাতক্ষীরা মোঃ রোকনুজ্জামান, এসএসওডিএসএস সাতক্ষীর মিজানুর রহমান, জিআইজেডবিডি’র সিনিয়র সমন্বয়ক লিপি শেঠ এবং উপদেষ্টা পর্যবেক্ষণ ও কারিগরি সমন্বয় রতন মানিক সরকার প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনা এবং প্রকল্পের কাজের বিবরণ প্রদান করেন উত্তরণের সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রিয়াজ আহমেদ রাজ। এ সময় তারা সাতক্ষীরা পৌরাসভার ৭ নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়া ওয়াপদারপাড় কলোনীসহ চালতেতলার উপকারভোগীদের সাথে সরাসরি কথা বলেন এবং প্রকল্প কর্তৃক তারা কি কি সুযোগ সুবিধা পেয়েছেন তা পরিদর্শন করেন। সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উত্তরণের প্রদানকৃত দেশিমুরগি ও অন্যান্য কার্যকর উদ্যোগের মাধ্যমে উপকারভোগীদের অর্থনৈতিক সচ্ছলতা দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ও উক্ত ওয়ার্ডের সিডিসির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *