তালা প্রতিনিধি: প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি এবং কর্ম সংস্থানসৃষ্টির লক্ষ্যে তিনমাস মেয়াদী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমেরউদ্বোধন হয়েছে। গত বুধবার (২৮ অক্টোবর) বে-সরকারী সংস্থা উত্তরণের বাস্তবায়নে এবং ইউএনডিপি’র সহযোগিতায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার উত্তরণ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান। উত্তরণের কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার এর প্রকল্প সমন্বয়কারী শাহারিয়া পারভীন লাকীর সভাপতিত্বে ও স্কিলস্ ডেভোলপমেন্ট অফিসার সঞ্জয় আচার্য্যর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের চয়োরম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউএনডিপি’র কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার এর প্রজেক্ট ম্যানেজার মাহতাবুল হাকিম এবং উত্তরণের কো-অর্ডিনেটর ফাতিমা হালিমা আহমেদ। উল্লেখ্য, ইন্ডাসট্রিয়াল সুইং মেশিন অপারেশন এন্ড টেইলরিং ২০ জন নারী, বিউটি কেয়ারে ২০ জন নারীম, ইলেকট্রনিক্স এন্ড মোবাইল ফোন সার্ভিসিং এ ২০ পুরুষ এবং ইলেকট্রিক হাউজ ওয়ারিং এন্ড সোলার সিস্টেম-২০ পুরুষ উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন বলে উত্তরণ কর্মকর্তারা জানান। কর্মকর্তারা আরও জানান, ২০১৭ সালে পার্শ্ববর্তী দেশ মায়ানমার হতে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠি কক্সবাজার জেলায় আশ্রয় গ্রহণ করার ফলে স্থানীয় জনগোষ্ঠীর উপর বিরূপ প্রভাব পড়ে। উদ্ভূত এই পরিস্থিতিতে স্থানীয় বেকার জনগোষ্ঠীকে কারিগরি প্রশিক্ষণেরমাধ্যমে দক্ষতা বৃদ্ধি,কর্ম সংস্থানে সহায়তাসহ রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠির মধ্যে সম্প্রিতি উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) প্রকল্প গ্রহণ করেছে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ও পালংখালী ইউনিয়নে এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নে মোট ২ হাজার ১শত জন বেকার যুবক-যুবতীকে কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে।




Leave a Reply

Your email address will not be published.