সমাজের আলোঃ  বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত ও নেদ্যারল্যান্ড সরকারের অর্থায়নে ওয়াই ওয়াশ এসডিজি প্রোগ্রামের ওয়াশ মেলা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর সরদার পাড়া, ৩ নং ওয়ার্ডের ডাঙ্গিপাড়া এবং ৯ নং ওয়ার্ডের রসুলপুরে উক্ত ওয়াশ মেলায় তিনটি ওয়ার্ডের ৯৭ জন কমিউনিটির সাধারণ পুরুষ-মহিলা ছাড়াও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শেখ আব্দুস সেলিম, কাজী ফিরোজ হাসান, অনিমা রাণী ও শেখ শফিউদৌল্লাহ সাগর, বস্তি উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উত্তরণ এর প্রোগ্রাম অফিসার (টি এন্ড এ) শেখ রুসায়েদ উল্লাহ। উত্তরণের নাজমা আক্তার, মোঃ মনিরুজ্জামান ও এসএম চাতক এ সময় উপস্থিত ছিলেন। এ সময় মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে হাত ও কলস ধোয়ার প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে ওয়াশ মেলায় অংশগ্রহণকারীরা সাবান দিয়ে হাত ধুয়ে, নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং মাক্স ব্যবহার করে করোনা থেকে বাঁচার উপায়, নিরাপদ পানি, স্যানিটেশন, হাইজিন এবং মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করেন। এছাড়া উপস্থিত সকলে হাত উচু করে অঙ্গিকার করেন যে, তারা সকলে সঠিকভাবে হাত ধুবেন, বাহিরে গেলে মাক্স ব্যবহার করবেন এবং সামাজিক দূরত্ব মেনে চলবেন, স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করবেন, বিশুদ্ধ পানি নিরাপদ ভাবে পান করবেন এবং সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *