তালা প্রতিনিধি: বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক বাস্তবায়িত কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির জন্য দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কমিউনিটি মোবিলাইজেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার (৭ সেপ্টম্বর) সকালে সহযোগি সংস্থা ইউএনডিপি এর অর্থায়নে কমিউনিটি কোহেশন ইন কক্সবাজার প্রজেক্ট এর আওতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উত্তরণ কর্মকর্তা সঞ্জয় আচার্য্য’র সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের সচিব সমীর দাশ, ইউনিয়ন পরিষদ সদস্য-সদস্যাবৃন্দ, উত্তরণের এম এম হাসিবুর রহমান, কাজি মোহাম্মদ সোহরাব, মোঃ আবু জাফর বিশ^াস, রাজিয়া সুলতানা প্রমুখ। উক্ত কর্মশালায় রাজাপালং ইউনিয়নের হোষ্ট কমিউনিটির ১৮-৩৫ বছর বয়সী যুবক ও যুবতীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে বেকার সমস্যা দূর করে কর্মস্থান সৃষ্টি করার বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।




Leave a Reply

Your email address will not be published.