যশোর অফিস : উদীচী যশোরের নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রদায়িক বিষবাষ্প আজ বাংলাদেশকে গ্রাস করছে। এই অপশক্তিই স্বাধীনতার অর্জনকে ম্লান করে দিতে চায়। তারা দেশটিকে মৌলবাদী রাষ্ট্র বানাতে চাচ্ছে। কিন্তু আমরা সংস্কৃতি কর্মীরা লড়াই চালিয়ে যাবো। আগামী দিনে সাংস্কৃতিমনা মানুষই নেতৃত্ব দিবে রাষ্ট্রের। সেখানে মৌলবাদ, ধর্মান্ধদের কোন স্থান থাকবে না। উদীচীর ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে যশোর টাউন হল বটতলা প্রাঙ্গনে এর আয়োজন করা হয়। জাতীয় ও উদীচীর নিজস্ব সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। উদীচী যশোরের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান মজনুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচীর উপদেষ্টা অ্যাড. আবুল হোসেন, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, যশোর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য হাবিবা শেফা, শেখ মাসুদ পারভেজ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *