সমাজের আলো: একাত্তরের ডিসেম্বরে হত্যাযজ্ঞের শিকার বুদ্ধিজীবীদের প্রকৃত সংখ্যা এখনও নিরূপণ করা যায়নি। বিচ্ছিন্নভাবে কিছু তথ্য রয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধে ঠিক কতজন বুদ্ধিজীবী শহীদ হয়েছেন, তার পূর্ণাঙ্গ তথ্য কোথাও নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও তাই জানা যায়নি, ঠিক কতজন বুদ্ধিজীবী দেশমাতৃকার মুক্তিসংগ্রামে প্রাণ দিয়েছিলেন। তবে চলতি বছরই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে গঠিত যাচাই-বাছাই কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে গতকাল রোববার থেকে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সমকালকে বলেন, একটু বিলম্বে হলেও রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করা গেছে। আশা করছি, এবার নির্ভুল ও গ্রহণযোগ্য একটি শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করা সম্ভব হবে। আগামী বছর ২৬ মার্চের মধ্যে তালিকার কাজ শেষ হতে পারে বলে মন্ত্রী জানিয়েছেন




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *