স্টাফ রিপোর্টার : উন্নয়ন বঞ্চিত সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ড। জনদূর্ভোগের আর এক নাম মুনজিতপুর গ্রাম। সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থার বেহালদশা। দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর, মুন্সিপাড়া, রাজারবাগান, সরকারপাড়া, রেজিষ্ট্রিপাড়া এলাকার রাস্তা-ঘাটের বেহালদশার সৃষ্টি হয়েছে। ড্রেনেজ ব্যবস্থা নেই বললেই চলে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক ভবন ২নং ওয়ার্ডের মধ্যে অবস্থিত। যে ওয়ার্ড থেকে সাতক্ষীরা পৌরসভার উন্নয়ন কাজ পরিচালনা করা হয়, সেই ২নং ওয়ার্ডই সবচেয়ে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা। ২নং ওয়ার্ডের রেজিষ্ট্রিপাড়া সড়ক, টাউনবাজার থেকে পাকাপুল সড়ক, মুন্সিপাড়া সড়ক, শহীদ আব্দুর রাজ্জাক পার্কের পূর্বপাশে একাডেমী মসজিদ থেকে রথখোলার বিলের মাঝ দিয়ে যাওয়ার রাস্তা, সাতক্ষীরা পোষ্ট অফিস থেকে রাজার বাগান কলেজ সড়কের বেহাল দশা। সড়কের কোন কোন স্থানে পিচ উঠে খোয়া, পাথরও নিশ্বচিহ্ন হয়েগেছে। কিছু এলাকায় বৃষ্টির পানি সরানোরা জন্য নতুন ড্রেন নির্মাণ করা হলেও ড্রেনের মধ্যে ময়লা আটকে পানি জমে দূর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে ওয়ার্ড বাসীদের স্বাস্থ্যহানীর আশঙ্কা রয়েছে। বর্ষা মৌসুম শেষ হয়ে এখন শীত কাল। বর্ষার সময় সাতক্ষীরার বিভিন্ন নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। কিন্তু অন্যান্ন এলাকা থেকে জলাবদ্ধতার পানি সরে গেলেও পৌরসভার ২নং ওয়র্ডের মুনজিতপুর লম্বাটালি এলাকার রাস্তা এখনোও পানির নিচে। লম্বাটালি পূর্বপাড়া থেকে অজেদ আলী পেশকারের বাড়ি পর্যন্ত রাস্তার উপরে পানি জমে থাকতে দেখা গেছে। শেখ হাবিবুর রহমানের বাড়ির উঠানেও পানি জমে আছে। ড্রেনের ভেতর পানি জমে পোকা-মাকড় ও মশা জন্মাচ্ছে। ড্রেনের পানি পচে দূর্গন্ধ ছড়িয়ে অত্র এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, লম্বাটালির এলাকার শফিউল আযম জামে মসজিদে মুসুল্লিরা পাঁচ ওয়াক্ত নামজ আদায় করতে গিয়ে চরম দূর্ভোগে পড়েন। বিভিন্ন বাড়ির গোসলের পানি, বাথরুম ও টয়লেটের ময়লা পানি এসে রাস্তা তলিয়ে যাওয়ায়, নামাজ পড়তে যাওয়া মানুষদের ওই ময়লা পানি মেখে মসজিদে যেতে হয়। এমন চরম দূর্ভোগ দীর্ঘদিন যাবত পোহাতে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দারা ২নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা কে তাদের কষ্টের কথা একাধিকবার বললেও এলাকার চিত্র সেই একই রকম রয়েছে। কোন পরিবর্তন আসেনি। স্থানীয় কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা জনদূর্ভোগ এলাকা পরিদর্শন করে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন মাত্র। পৌরসভা কর্তপক্ষের কোন পদক্ষেপ না পাওয়ায় স্থানীয় অজেদ আলীর নেতৃত্বে শফিউল আযম জামে মসজিদে যাওয়ার রাস্তাটিতে ব্যক্তিগত উদ্যোগে সুরকি ও আদলা ইট ফেলে আংশিক সংস্কার করা হয়েছে। এলাকাবাসীরা বলেন, সারা বছর কাউন্সিলর পাপার কোন খোঁজ আমরা পাইনা। এখন ভোট এসেগেছে কাউন্সিলর সাহেব ভোটের জন্য এলাকায় এলাকায় ঘুরছেন। এদিকে, অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত ২নং ওয়ার্ডে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রভাব পড়বে বলে সচেতন মহল মনে করছে। এ নির্বাচনে ভোটাররা আর মিস্টি কথায় ভুল করবেন না, তারা অন্যান্ন ওয়ার্ডের মতো ২ নং ওয়ার্ডেও অবকাঠামো উন্নয়ন চান। তাই আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে পরিবর্তন আসবে বলে আশা করছেন। উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে টেবিল ল্যাম্প প্রতীকে যুবসমাজের অহংকার আহসানুল কাদির স্বপন এবং তালিম হোসেন উটপাখি এবং সৈয়দ মাহমুদ পাপা ডালিম প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।




Leave a Reply

Your email address will not be published.