হাফিজুর রহমান শিমুলঃবেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এর বার্ষিক সাধারণ সভা ও ২০২২ -২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ জুন) বেলা ১২টায় সুশীলনের আঞ্চলিক কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে সংস্থার ৫৫তম সাধারণ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সুশীলনের নির্বাহী পরিচালক বহুগুনে গুনান্বীত ব্যাক্তিত্ব মোস্তফা নুরুজ্জামান।

সভায় দেশ রূপান্তরের সাতক্ষীরার জেলা প্রতিনিধি শরিফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সহ সভাপতি এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, কালিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস এম গোলাম ফারুক ও সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ। সুশীলনের উপ- পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সুশীলনের কার্য-নির্বাহী কমিটির সদস্য শাহানা হামিদ, চন্দ্রিকা ব্যানার্জী, সাবেক অধ্যাপক শ্যামাপদ দাশ, জাহানারা পারভীন, ফিরোজা পারভীন, নজরুল ইসলাম, সেলিমা ইয়াসমিন, মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সেলিনা বেগম, আব্দুল হান্নান, আব্দুল মাজেদ সরদার, এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম, শেহেলী পারভীন ঝর্ণা, শামসুন্নাহার, কনিকা রানী সরকার, সহ সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সাধারণ সভা শেষে ২০২২-২৩ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। এ সময় ১’শ ষোল কোটি আঠারো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত ছাপ্পান্ন টাকার বার্ষিক বাজেট পেশ করেন সুশীলনের কোষাধ্যক্ষ ঈলাদেবী মল্লিক। উল্লেখ্য যে, সুশীলন দেশের ৪ টি বিভাগের পৃথক ভাবে ১১ টি জেলায় বিভিন্ন প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে। ১৯৯১ সাল হতে দীর্ঘ পথ পরিক্রমায় ৩১ বছরে বর্তমান পর্যন্ত সংস্থাটি ৪শ ১৩ টি প্রকল্প গ্রহন করে ৩’শ ৬৯ টি প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে এবং ৪৪ টি প্রকল্প চলমান আছে।




Leave a Reply

Your email address will not be published.