সমাজের আলোঃ সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ ইউনিয়ন উপকূলীয় এলাকা, এই এলাকার সাধারণ মানুষেরা সুন্দরবনের উপর নির্ভরশীল হয়ে আছে।জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস কাকড়ার পাস বন্ধ হবাই জেলে বাওয়ালীদের অভাব অনাটানে দিন কাটছে তাদের এই দুঃখ দেখার মত কেউ নেই।তবে বনবিভাগ বৈধভাবে সাদা মাছের পাস পারমিট দিচ্ছে সে টি শর্ত সাপেক্ষে অভয়ারণ্য এলাকায় তারা যেতে পারবেনা আইনি বাধা এভাবে যদি চলতে থাকে তাহলে উপকূলীয় মানুষের দুঃখ দুর্দশার শেষ নেই। সুন্দরবনের ভেতর অধিকাংশ জায়গা অভয়ারণ্য করা হয়েছে। তাহলে জেলে বাওয়ালীরা মাছ ধরবে কোথায় সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ জেলে বাওয়ালীদের সাথে কথা হলে তারা বলেন সাতক্ষীরা রেঞ্জের অধিকাংশ জাগা অভয়ারণ্য করাই আমরা হতাশ হয়ে পড়েছি, যে এলাকায় মাছ বা কাঁকড়া বেশি হয় সেই এলাকা সবিই অভয়ারণ্য হিসেবে ঘোষণা দিয়েছে,আর এই ঘোষণার পর থেকে বনবিভাগ খুবই তৎপরতায় রয়েছে।যার কারণে আমরা অভয়ারণ্য এলাকায় যেতে পারিনা,সুন্দরবনের ভেতর যে এলাকা বৈধ করা হয়েছে,সেই এলাকায় মাছ কম জেলে বেশি এমনটাই বলেন অসহায় জেলে বাওয়ালীর। তারা আরোও বলেন আমাদের এলাকায় তেমন ধরনের কোন কল কারখানা নেই যে আমরা সেকানে কাজ করে জীবিকা নির্বাহ করবো আমাদের জীবিকা নির্বাহ করার একটাই পথ সেটি হলো সুন্দরবন আমরা এই পেশা কখনো ছাড়তে পারবো না।




Leave a Reply

Your email address will not be published.