মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাতকে মেহেরপুর জেলার মুজিবনগরে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাকে বদলির আদেশ জারি করা হয়। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থল মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এ দিকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি রাত-দিন করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে জীবন বাজি রেখে ফ্রি চিকিৎসা ও ওষুধ সেবা দিয়ে ইতিমধ্যে মানুষের হৃদয়ে ভালবাসার জায়গা করে নিয়েছেন। আর এ জন্য এলাকায় রিফাত মানবিক ডাক্তার হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ফলে তার এই হঠাৎ বদলির খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। তার এই বদলির আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করেন। জানাযায়, মণিরামপুরের সন্তান ডাঃ মোসাব্বিরুল ইসলাম রিফাত মেডিকেল অফিসার হিসেবে চাকুরি পেয়ে প্রথম যোগদান করেন ২০১৯ সালের ১০ ডিসেম্বর নিজের(মনিরামপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেই থেকে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ করে জীবন বাজি রেখে রাত-দিন করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি গিয়ে ফ্রি চিকিৎসা ও ওষুধ সেবা দিয়ে আসছিলেন। তার হাতে চিকিৎসা পেয়ে অধিকাংশ রোগীরা এখন সুস্থ্য হয়ে উঠেছেন। ফলে দলমত নির্বিশেষে ডা: রিফাত খুব অল্প সময়ের মধ্যেই চিকিৎসা সেবা ও অমায়িক ব্যবহারের কারনে এলাকায় বেশ জনপ্রিয়তা লাভ করেন। আর এ জন্য এলাকায় রিফাত মানবিক ডাক্তার হিসেবে খ্যাতি অর্জন করেন। এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার বিকেলে তাকে মনিরামপুর থেকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে বদলির আদেশ জারি করা হয়। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: শ্রভ্রা রানী দেবনাথ জানান, বুধবার দুপুরে ডঃ রিফাতকে ছাড়পত্র দেওয়া হয়। বৃহস্পতিবার তিনি নতুন কর্মস্থল মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। তার এই হঠাৎ বদলির খবরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রতিক্রীয়ার সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিন্দার ঝড় ওঠে। মুহুর্তের মধ্যে ডা: রিফাতের বদলির বিষয়টি ভাইরাল হয়। অবশ্য ডা: রিফাত জানান, যেখানেই তাকে বদলি করা হোক তিনি সব সময় আর্তমানবতার সেবাই নিজিকে নিয়োজিত রাখবেন। এ দিকে ডাঃ রিফাতের বদলির আদেশ স্থগিতের দাবিতে এলাকাবাসী বৃহস্পতিবার বিকেল পাঁচটায় উপজেলা পরিষদে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। প্রত্যয় সমাজ উন্নয়নমুলক সংগঠনের প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক তাজাম্মুল হোসাইন টিটো, ছাত্রলীগনেতা হাবিবুর রহমান দ্বীপ, সাইদুর রহমান জনি, মাহবুর রহমান, সাজ্জাদ হোসেন, তারিখ জামান জয়, স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তাসনিমুল হাসান প্রান্ত, শিক্ষার্থী শুফিয়া জাহাস কবিতা, নাসুয়া সুলতানা আখিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, ২ দিনের মধ্যে ডা:রিফাতের বদলির আদেশ স্থগিত করা না হলে তারা রোববার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *