আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ পৌরসভার ৩৭টি কেন্দ্রই অধিক গুরুত্বপূর্ণ দেখিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত করা হয়েছে। সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল কবীর জানান, প্রতিটি কেন্দ্রে ১জন এসআই এর নেতৃত্বে ৪জন পুলিশ ও ৯জন আনসার সদস্য দেয়া হয়েছে। এছাড়াও একজন করে ইন্সপেক্টরের নেতৃত্বে ৯টি মোবাইল টিম ও ৩টি স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত থাকবে। একই সাথে ৩ প্লাটুন বিজিবি ও ২৪ জন র‌্যাব সদস্য ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে টহল দিবেন। এছাড়াও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন অতিরিক্ত। রোববার সকাল ৮টা থেকে ( ইলেকট্রনিক্স ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট গ্রহণ )শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলবে। উল্লেখঃ সাতক্ষীরা পৌরসভায় মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন, যার মধ্যে ৫ জন মেয়র প্রার্থী ১২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী এবং ৯ টি ওয়ার্ডের সমন্বয়ে ৫৮ জন পুরুষ কাউন্সিলর প্রার্থী আছেন। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন করতে ইতিমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *