সোহাগ হোসেন : কলারোয়ার কাজিরহাট ঐতিহ্যবাহী ডিগ্রী কলেজের এইচএসসি-১৭ সালের ব্যাচের প্রথম ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪এপ্রিল) কাজিরহাট ডিগ্রী কলেজ প্রাঙ্গণে ওই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজিরহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলম। উপস্থিত ছিলেন-ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আশিকুর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সাইফুল
ইসলাম। উপস্থিত ছিলেন ২০১৭ এইচএসসি ব্যাচের ৩০জন কৃতি ছাত্র-ছাত্রীবৃন্দ। পবিত্র কুরআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শিক্ষাঙ্গন ও ক্লাসরুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন উপস্থিত সকল অতিথিবৃন্দ ও শিক্ষার্থীগণ। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকলকে ২০১৭ ব্যাচের স্মৃতি খচিত একটি করে টি শার্ট তুলে দেন শিক্ষার্থীগণ। এর পরে মনোজ্ঞ সাংস্কৃতিক ও ইনডোর গেইমে অংশ নেন উপস্থিত সকলেই। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ এসএম শহিদুল আলম বলেন-সত্যি আমি এইচএসসি-১৭ সালের শিক্ষার্থীদের এই উদ্যোগে অভিভূত হয়েছি। এটাই ছিল ঈদ পরবর্তী এবং এই কলেজের প্রথম ঈদ পূর্ণমিলনী। আগামীতে যাতে করে বড় পরিসরে এই ধরনের পূর্ণমিলনী এই কলেজে অনুষ্ঠিত হয়। ধারাবাহিক বজায় থাকে তার সার্বিক
ব্যবস্থা ও সহযোগীতা কলেজের পক্ষ থেকে করা হবে।




Leave a Reply

Your email address will not be published.