সমাজের আলো : মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে। ভাইরাসটির সংক্রমণ রোধে দেশে দেশে টিকার বুস্টার ডোজ ও নানা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এরপরও থেমে নেই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার। গত কয়েকদিন করোনায় আক্রান্ত অনেক বেড়ে গেছে। প্রতিদিনই আক্রান্তের সব রেকর্ড ভাঙছে।করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৭ হাজার ২০০ জন। অন্যদিকে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জন; যা এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্ত।এর আগে বুধবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গিয়েছিলেন ৬ হাজার ৩৫০ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিলেন ২১ লাখ ২২ হাজার ৭৪ জন।বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৯ কোটি ৮১ লাখ ২৪ হাজার ৪৪৭ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮১ হাজার ৬৯৮ জনে। আর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার ২৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ কোটি ৮৮ লাখ ৫ হাজার ১৮৬ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৫৩ হাজার ৬১২ জনের।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *