সমাজের আলো: মরণঘাতী করোনা ভাইরাসে অসুস্থতার উপসর্গ নিয়ে একজন গিয়েছিলেন অফিসে। তা থেকেই শুরু হয় ভাইরাসটির গুচ্ছ সংক্রমণ। ছড়িয়ে যায় পুরো শহরে। এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। ৩০০ জনকে পাঠাতে হয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগণ অঙ্গরাজ্যে। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে এ ঘটনা ঘটেছে। করোনা ভাইরাসে আক্রান্তের উপসর্গ নিয়ে এক ব্যক্তি বেশ কিছুদিন আগে নিজের কর্মস্থলে গিয়েছিলেন। তা থেকেই পরে দুই দফা সংক্রমণ ছড়িয়ে পড়ে অফিসের কর্মীদের মধ্যে। আর তাতেই সাতজনের মৃত্যু হয়েছে। কোভিড-১৯ রোগে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে আছে যুক্তরাষ্ট্র। পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৪ হাজারের বেশি মানুষের। দক্ষিণ ওরেগনের ওই এলাকার নাম ডগলাস কাউন্টি। সেখানকার স্থানীয় সরকারি কর্মকর্তারা গত সপ্তাহে বলেছেন, একজন ব্যক্তি কিছুদিন আগে নিজের করোনা উপসর্গে ভোগার কথা জেনেও কর্মস্থলে গিয়েছিলেন। এরপর দুই দফায় ওই কাউন্টিতে সংক্রমণ ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, ওই ব্যক্তির কারণেই দুই দফা গুচ্ছ সংক্রমণের ঘটনা ঘটেছে। ডগলাস কাউন্টির জনস্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা বব ড্যানেনহোফার গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, ‘এসব গুচ্ছ সংক্রমণের একটিতে সাতজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আর আরেক সংক্রমণের ক্ষেত্রে ৩০০ জন ব্যক্তি বা পরিবারকে কোয়ারেন্টিনে রাখতে হয়েছে। আমরা কল্পনাও করতে পারব না যে এসব মানুষ এখন কিসের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রতি সহানুভূতিশীল।’




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *